পশুদের সম্মিলন

The Assembly of Animals

একদিন জঙ্গলে পশুদের জমায়েতে সব পশুরা নিজের নিজের গুণের বড়াই করছিল। এই সময় এক জ্ঞানী ব্যাঙ তাদের মনে করিয়ে দেয় যে এই গুণগুলো তাদেরকে বিপদের হাত থেকে রক্ষা করতে পারবে না। সব পশুরা চুপ করে গেল, বুঝতে পারল নিজেকে নিয়ে অহংকার করা নয়,বিনয়ী হওয়াই প্রকৃত বুদ্ধিমানের কাজ।