ব্রাহ্মণ ও শিয়াল
The Brahmin and the Fox
একবার এক ধূর্ত শিয়াল জঙ্গলের পথ ভুলে গিয়েছিল। সে এক ব্রাহ্মণকে দেখতে পেয়ে তাকে পুরস্কৃত করার অজুহাতে জঙ্গলের পথ দেখানোর জন্য় অনুরোধ করে। নির্বোধ ব্রাহ্মণ রাজি হয়। শিয়ালটি যখন জঙ্গলে প্রায় পৌঁছে গেছে তখন ব্রাহ্মণটি তাকে পুরস্কারের ব্য়াপারে জিজ্ঞাসা করে। শিয়াল জঙ্গলে যাওয়ার জন্য পুরস্কারের ব্যাপারে মিথ্যে কথা বলেছিল। গল্পের নীতিবাক্য হল ধূর্তকে কখনোই বিশ্বাস করা উচিত নয়।