এক কৌশলী শিয়াল

The Fox who knew many tricks

একবার, একটি অহংকারী শিয়াল দাবি করেছিল যে শিকারি কুকুরদের থেকে বাঁচার অনেক উপায় সে জানে। কিন্তু যখন কুকুররা তাড়া করে তখন সে ঠিক করতে পারে না যে কোন কৌশলটি সে অবলম্বন করবে, এর ফলে শিকারি কুকুরদের হাতে তার মৃত্যু হয়। এই গল্পটি আমাদের শেখায় যে কথার থেকে কাজের দাম অনেক বেশি ।যখন কাজ করার সময় আসে তখন ফাঁপা অহংকার দেখিয়ে কোনও লাভ হয় না।

Login to Read Now