যে মেয়েটি সাপকে বিয়ে করল
The Girl who married a snake
এক ব্রাহ্মণ ও তাঁর স্ত্রী সন্তান কামনা করেছিলেন। আশ্চর্যজনকভাবে, তাঁর স্ত্রী একটি সাপের জন্ম দিয়েছিলেন। তা সত্ত্বেও তাঁরা সাপটিকে ভালবেসে বড় করে তোলেন। সাপটি বড় হয়ে গেলে ব্রাহ্মণ একটি কনের সন্ধানে বের হন। এক দয়ালু মেয়ে সাপটিকে বিয়ে করতে রাজি হয়। এক রাতে সাপটি এক সুদর্শন যুবকের রূপ নেয়। গল্পের যে চমৎকার ঘটনাটি সাপটিকে একজন সুন্দর যুবকে পরিণত করেছিল এবং গোটা পরিবারে আনন্দ নিয়ে এসেছিল সেটি সম্পর্কে জানতে গল্পটি পড়ো।