গোখরো সাপ এবং পিপঁড়া

The King Cobra and the Ants

একদা একটা বড় জঙ্গলে একটা দুষ্টু গোখরো সাপ থাকত। সমস্ত প্রাণীরা তাকে ভয় পেত। গোখরোটা একটা বড় গাছের কাছাকাছি থাকতে চেয়েছিল কিন্তু তার গোড়ায় যে পিঁপড়ের ঢিবি ছিল সেটা সে পছন্দ করত না। সে পিঁপড়েদের সরে যেতে বলেছিল কিন্তু পিঁপড়েরা তার কথা না শোনায় সে তাদের ঢিবিটা ভেঙে দিয়েছিল। পিঁপড়েরা রেগে গিয়ে সবাই মিলে গোখরোকে আক্রমণ করেছিল। শক্তিশালী হলেও সে একা সমস্ত পিঁপড়ের বিরুদ্ধে লড়াই করতে পারল না। শেষ পর্যন্ত পিঁপড়ের কামড়ে সে মারা গেল। গল্পের নীতিবাক্য হল- 'একতাই শক্তি'।

Login to Read Now