আমাকে মুক্ত করো

Set me Free

গোপীর টুইটি নামে একটি পাখি ছিল,তাকে সে একটা খাঁচায় রেখেছিল। তার প্রতিবেশী রামা চাইত যে টুইটি মুক্ত হোক, তাই সে টুইটিকে বলতে শিখিয়েছিল "খাঁচা খুলে আমায় মুক্তি দাও"। একটু সময় লাগে, কিন্তু অবশেষে একদিন টুইটি এই কথাগুলি বলে, এর ফলে গোপী রেগে যায়। গোপী খাঁচার দরজা খুলে দেয় আর টুইটি আনন্দে আকাশে উড়ে যায়।

Login to Read Now