শিয়াল ও এক টুকরো মাংস
The Fox and the Piece of Meat
একবার এক ক্ষুধার্ত শেয়াল একটা মাংসের টুকরো পেল। সে সেটাকে খাওয়ার জন্য় বাড়ি নিয়ে যাওয়ার সময় একটা মুরগির খামারে চারটে মুরগি দেখতে পেল। অন্য একটা শেয়াল তাকে সাবধান করল যে ওই মুরগিগুলোকে ধরতে যাওয়া খুব ঝুঁকির কাজ, তাও সে খামারে ঢুকল আর একটা লাঠি দিয়ে মার খেয়ে ভয়ে পালিয়ে এলো। এইভাবে নিজের লোভের কারণে শেয়ালটা মুরগি আর মাংসের টুকরো দুটোই হারাল।