তিনটি মাছ

The Three Fish

দূরদর্শী, প্রত্যুৎপন্নমতি এবং ভাগ্য নামে তিনটি মাছ একটি পুকুরে বাস করত। একদিন দুইজন জেলে মাছ ধরার পরিকল্পনা করে। এই কথা শুনে দূরদর্শী তার বন্ধুদের সতর্ক করার চেষ্টা করে, কিন্তু প্রত্যুৎপন্নমতি সেখানেই থাকতে এবং চিন্তা করতে চাইল আর ভাগ্য চলে যেতে অস্বীকার করল। পরের দিন জেলেরা তাদের জাল নিয়ে আসে। প্রত্যুৎপন্নমতি মৃত হওয়ার ভান করে আর জেলেরা তাকে পুকুরে ছুঁড়ে ফেলে দেয় কিন্তু ভাগ্য ধরা পড়ে যায়। দূরদর্শী নিরাপদে থাকার জন্য আগেই চলে গিয়েছিল।

Login to Read Now